আমাশয় বা ডিসেন্ট্রি ( Dysentery )

আমাশয় বা ডিসেন্ট্রি বলতে আমরা সাধারন ভাবে যা বুজি তা হল : অ্যামিবা ( এক কোষী পরজিবি বা পেরাসাইট ) এবং সিগেলা/ shigella ( এক ধরনের বেক্টরিয়া ) র ধারা মানবদেহের পরিপাকতন্ত্রে ( গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ) বাসা বেঁধে যে ঘা বা ইনফেকশনে পেটে কামড়ানু সহ মলের সাথে পিচ্ছিল আম অথবা শ্লেষ্মা যুক্ত রক্ত যাওয়া কেই আমাশয় বা ডিসেন্ট্রি বলা হয় – ( আধুনিক প্রযুক্তিতে কয়েকটি ভাইরাস, ছত্রাক ও কৃমি জাতীয় জীবাণু ও আমাশয় সৃষ্টি করতে পারে বলে প্রমানিত হয়েছে )

রোগের কারণ:

পানি, বাতাস, মশা, মাছি ও খাবারের মাধ্যমেই সাধারণত এই রোগ সংক্রামিত হয়ে থাকে। গরম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এ রোগের প্রকোপ বেশি হয়ে থাকে। বিশেষ করে বন্যা কবলিত অঞ্চলে কোন কোন সময় মহা মারা মারি আকার ধারন করতে পারে – মুলত অ্যামিবিক ডিসেন্ট্রি কিছু কিছু ফল, সালাদ খাওয়া, বিশুদ্ধ পানি পান এগুলো আমাশয়ে আক্রান্ত হওয়ার বড় কারণ। আক্রান্ত ব্যক্তির সঠিকভাবে হাত পরিস্কার না করে থাকলে তার কাছ থেকেও ছড়াতে পারে পরিবারের অন্যান্যদের – উন্নয়নশিল দেশে দেখা যায় বন্ধ জলা ভুমির পানি পান করার কারনেই আমাশয় জাতীয় রোগে আক্রান্ত হয়ে থাকেন বেশি বা অনেক সময় ভাসমান কিছু হোটেলের খবার থেকে ও হতে দেখা যায় – এ ছাড়া সবচেয়ে বেশি গুরুত্ব পূর্ণ দিক হইতেছে, এ ধরনের অসুখে আক্রান্ত রোগিরা যদি রাস্তা ঘাটে পায়খানা করে থাকেন বা সুপ্ত ঘাসের উপর পায়খানা করে থাকেন তখন এই ঘাস যখন কোন গৃহপালিত প্রানি খেয়ে থাকে তখন তার ও মারাত্মক ক্ষতি হয় যা আমরা অনেক সময় এড়িয়ে যাই পশু বলে ।

চিকিৎসাঃ

আমাশয়ের চিকিৎসার মূল লক্ষ্য দুইটিঃ বার বার পাতলা পায়খানার ফলে পানি শূন্যতার হাত থেকে রোগীকে রক্ষা করতে হবে বিশেষ করে ডি-হাইড্রেশন প্রতিরোধ করে রাখা সবচেয়ে বেশি জরুরী ( ডায়রিয়ার মত ) এবং সাথে জীবাণু নাশে ঔষধের ব্যবহার করে যাবেন চিকিৎসকের পরামর্শ অনুসারে – সেই সাথে পায়খানা বেশি হয় বা তরল হয় এমন ধরনের খাবার এবং ঔষধ অবশ্যই কিছু দিনের জন্য বন্ধ রাখা ভাল – ( যেমন এন্টাসিড বা তৈল জাতীয় খাবার ) মেডিকেশন ( ড্রাগস ) ঃঃ ( -ড্রাগস ব্যাবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন শরিরের ডি হাইড্রেশনের দিকে এবং সে জন্য খাওয়ার স্যালাইন বা আইভি স্যালাইন দিয়ে রাখতে হবে )

Bacillary আমাশা . Shigella দ্বারা সৃষ্ট আমাশয় ( রক্ত আমাশয় ) ঃ-সাধারণত trimethoprim – sulfamethoxazole ( Bactrim , Septra ), nalidixic অ্যাসিড ( NegGram ),গ্রোফের ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে বা আধুনিক চিকিৎসায় ৯৭% কার্যকরী ঔষধ ciprofloxacin ( Cipro , Ciloxan ) বা এজিথ্রোমাইসিন গ্রুফের ঔষধ যা মাত্র ১২ ঘন্টার ভিতর রোগির আরাম বুধ ও সুস্ত করতে থাকে ( এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার amebic আমাশয়ের কেত্রে এই ঔষধ দেওয়া হয়না বরং রি একটিভ করে থাকে ) সাথে খাওয়ার স্যালাইন বা জরুরী কেত্রে আইভি স্যালাইন দেওয়া অত্তান্ত নিরাপদ – ( সতর্ক বানী হিসাবে মনে রাখবেন এ ধরনের ঔষধ খেলে কোন অবস্তায় যেন ঔষধ গুলো রেসিস্টেন্স হয়ে না উঠে সে দিকে খেয়াল রাখবেন ) –সেই সাথে এন্টিস্পাস্মটিক হিসাবে অন্ত্র নালির কামড় মোচড় ইত্যাদি সঙ্কোচন করার জন্য Dotavarine ( No-spa ইত্যাদি ) গ্রোফের ঔষধ খেলে বেথা একটু কম বা আরাম বোধ করবেন । Amebic আমাশয় ঃ- চিকিৎসকরা অ্যামিবিক আমাশয়ের জন্য যে সব ড্রাগ দিয়ে থাকেন তার মধ্যে diloxanide furoate ( Diloxide ), iodoquinol ( Diquinol , Yodoxin ), এবং metronidazole ( Flagyl ) গ্রোফের ডাগস ব্যাবহার করে থাকেন তবে Metronidazole গর্ভবতী মহিলাদের দেওয়া উচিত নয় কিন্তু paromomycin ( Humatin ) এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে . খুব গুরুতর লক্ষণ রোগীদের জন্য emetine dihydrochloride বা dehydroemetine দিয়ে থাকেন , সেই সাথে এন্টিস্পাস্মটিক ও খাবার স্যালাইন খেতে হবে – ইমারজেন্সি কেত্রে এ সব ঔষধ আইভি ইনজেকশন হিসাবে ও চিকিৎসকরা দিয়ে থাকেন- অন্যান্য protozoa দ্বারা সৃষ্ট আমাশয় ঃ- . Balantidiasis , giardiasis , এবং cryptosporidiosis amebic আমাশায় হিসাবে চিকিৎসা করা হয় ; চিকিৎসা প্রতিরোধী giardiasis রোগীদের albendazole ( Zentel ) অথবা furazolidone ( Furoxone ) ইত্যাদি চিকিৎসকরা দিয়ে থাকেন – তবে ভাইরাল আমাশয়ের বেলায় প্রথমেই ডি-হাইড্রেশন প্রতিরোধ করা দরকার, বিশেষ করে শিশুদের বেলায় -এ ছাড়া এ সব ড্রাগস অ্যামিবিক বা বেসিলারি ডিসেন্ট্রিতে ভোগার সময় ব্যাবহার করা উচিৎ নয় একমাত্র চিকিৎসকের পরামর্শ ছাড়া – পরজীবী পোকা দ্বারা সৃষ্ট আমাশয় ( কৃমি জাতীয় ) . Whipworm infestations সাধারণত anthelminthic ঔষধ, mebendazole ( Vermox ) সঙ্গে চিকিত্সা করা হয়. বিশেষ করে প্রজাতির উপর নির্ভর করে, praziquantel ( Biltricide ), metrifonate ( Trichlorfon ), অথবা oxamniquine ইত্যাদি । তবে কৃমিনাশক ড্রাগস অতিরিক্ত গরম বা ডিহাইড্রেশনের বেলায় ব্যাবহার খুভি সাবধানে করা উচিৎ –

---------------------------------------------------

আরও জানুন ...

Signup for Email updates :